আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি>>> জামালপুরের ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুর এর সৌন্দর্য বর্ধনের কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (২৫ মার্চ) দুপুরে কলেজ পুকুর পাড়ে এ কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য মো: আবুল কালাম আজাদ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ।সৌন্দর্য বর্ধনে পুকুরের চারপাশে প্যালাসাইডিং,সিসি ব্লক,দুটি ঘাট,পাঁচটি আরসিসি ছাতা,আটটি বসার বেঞ্চ, চারপাশে চলাচলের জন্য ওয়াকওয়ে সহ দৃষ্টি নন্দন লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে।৩ কোটি ৪ লাখ টাকা ব্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান শাহ এম কে জে বি কাজটি সম্পন্ন করেন৷এসময় জামালপুর পৌরসভার কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সদস্য বিএম রাজন।











মন্তব্য