মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি>>> সম্প্রতি কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পটুয়াখালী জেলার ২২জন শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে আয়েশা হাফিজ ফাউন্ডেশন।শনিবার (১০ আগস্ট) জেলার বিভিন্ন উপজেলার নিহতদের বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ,কুশল বিনিময় ও খাদ্য সহায়তা প্রদান করে ফাউন্ডেশনের কর্ণধার ও জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানের সহধর্মিণী আয়েশা হুমায়রা।এ উদ্যোগটি বাস্তবায়নে সহযোগীতা করছে স্থানীয় যুব সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সদস্যরা।এসময় পটুয়াখালী সদরে তিন, দুমকিতে দুই,বাউফলে ছয়,দশমিনায় দুই,গলাচিপায় পাঁচ, রাঙ্গাবালীতে এক ও মির্জাগঞ্জে একজনের পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়েছে।প্রতিটি প্যাকেজে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু,২ লিটার তেল,এক কেজি করে পেয়াজ, ডাল, চিনি,আটা,লবণ ও দুইটিকে সাবান রয়েছে।এসময় সকল শহীদ পরিবারের প্রতি সমবেদনা ও পাশে থাকার আশ্বাস দেন আয়েশা হুমায়রা।
মন্তব্য