৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
দাঁড়িপাল্লার কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন নেই, শাহজাহান চৌধুরী সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর পেশাজীবীদের সঙ্গে চাটখিলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর মতবিনিময় চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা সাতকানিয়াবাসীর সেবক হিসেবে কাজ করবো নাজমুল মোস্তফা আমিন সাতকানিয়ায় হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অপচেষ্টা সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, এসকেভেটর অকেজো চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ, হাইকোর্টের রায় নৌবাহিনীর স্কুলের বাসের ধাক্কায় গুরুত্বর আহত এক  ব্যবসায়ী সকল ধর্ম ও বর্ণের মানুষের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশি।
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> জামালপুর
  • আজ কামালের ঈদের দিন
  • আজ কামালের ঈদের দিন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি>>> চাঁদ উঠুক বা নাইবা উঠুক আজ কামালের পরিবারে ঈদের দিন।কামালের হাতে আজ একটি নতুন অটোরিকশা।পকেটে অর্ধলক্ষ টাকা। চোখে স্বপ্ন।মনে এগিয়ে বিশ্বাস।মাথা থেকে নেমে গেছে সকল দুঃশ্চিন্তার বোঝা।মুখে ফুটেছে আনন্দের হাসি!কামালের হাসির ঝলক দেখলো জামালপুর শহরবসী।এদিন কামালের পরিবারের হাতে তুলে দেওয়া হয় আড়াই লক্ষ টাকা মূল্যের একটি নতুন অটোরিকশা।জামালপুর শহরের সড়ক ও জনপথ ভবনের সামনে থেকে একটি চোরাচক্র কৌশলে জামালপুর জেলার পাথালিয়া গ্রামের জামাল শেখের ছেলে কামাল শেখের একমাত্র অবলম্বন অটোরিকশাটি চুরি হয়ে যায়।যার নিবন্ধন নাম্বার জামালপুর পৌরসভার ৩১৫৩।থানায় সাধারণ ডায়েরি করার পর অনেক খুঁজাখুঁজি করেও সন্ধান মিলে না।দরিদ্র রিকশাচালকের এমন করুণ পরিনতির খবর প্রকাশ হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে।রাতারাতি বিষয়টি নজরে আসে স্থানীয় জনপ্রতিনিধি,সমাজকর্মী ও সমাজসেবকদের।যার যার সামর্থ্য নিয়ে এগিয়ে আসে অনেকে।কিন্তু তাতে অপূর্ণ থেকে যায় কামালের সমাধান। অবশেষে বিপদের কাণ্ডারি হয়ে এগিয়ে আসেন পাথালিয়ার কৃতি সন্তান,জামালপুর পৌরসভার মেয়র, আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু ও তার দুই ভাই আনোয়ার হোসেন আনু এবং মাসুম।তারা তাদের পারিবারিক তহবিল থেকে আড়াই লাখ টাকা মূল্যের একটি নতুন অটোরিকশা কিনে তুলে দেন কামালের হাতে।নতুন অটোরিকশা হাতে পেয়ে খুশীর ঝলক উঠে কামালের পরিবারের মুখে।কৃতজ্ঞতায় অশ্রুসিক্ত কামাল বলেন, এখন আমি উপার্যন করে খেতে পারব।আমার আর দুঃখ থাকবে না।আমার এ চরম দুঃসময়ে যাঁরা আমার পাশে দাঁড়ালেন আমি জীবন দিয়েও তাদের এঋণ আমি শোধ করতে পারব না।এ ব্যাপারে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন,কামালকে পূণর্বাসন করতে পেরে আমাদের ভালো লেগেছে।কিন্তু,এমন ঘটনা যাতে আর কোনো রিকশাওয়ালার জীবনে না ঘটে সে ব্যাপারে চালক ও প্রশাসন উভয়কেই সচেষ্ট থাকতে হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page