নবীগঞ্জ প্রতিনিধি:বদরুল ইসলাম
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ (২৫ সেপ্টেম্বর সোমবার) বিকেল ৩টায় উক্ত বাজারস্থ যাত্রী ছাউনীতে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করেন, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আরশ মিয়া৷ সাধারণ সম্পাদক আনহার মিয়ার পরিচালনায় শুরুতেই পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন বাজার মসজিদের মোয়াজ্জিন আব্দুল হাকিম৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি ও হবিগঞ্জ -১ আসনের সাবেক সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী বাবু৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বি ও উক্ত সংগঠনের উপদেষ্টা হাজী শানুর মিয়া, ৮ নং ওয়ার্ড মেম্বার সিজিল আহমেদ সেজলু,ইউপি সদস্য দিলশাদ মিয়া,সাবেক মেম্বার খালেদ আহমেদ জজ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম,মুজিবুর রহমান,জাপা নেতা ও সাংবাদিক মিলাদ হোসেন সুমন রিক্সা শ্রমিক সমিতির সভাপতি মুজিবুর রহমান,মহসিন আহমেদ,
,বিশিষ্ট মুরব্বি লেবু মিয়া, কাছন মিয়া, ফকির ফজলু মিয়া, আবুল কালাম, আব্দুল হাই বদরুজ্জামান ছানু, প্রমুখ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউশকান্দি হীরাগঞ্জ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্মানিত সকল সদস্য বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ক্ষুদ্র ব্যবসায়ী বৃন্দ।
মন্তব্য