১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
পেকুয়ায় সমলয় পদ্ধতিতে ৫০ একর ধান চাষের শুভ উদ্বোধন তাহিরপুরে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক অনলাইন জুয়া খেলা নিয়ে বন্ধুকে খুন মার্কিন যুবকের সাথে কক্সবাজারের তরুণীর প্রেম অত:পর যা ঘটেছে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের দাফন সম্পন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করেছেন সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস সাতকানিয়ায় তারুণ্যের উৎসব কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত তানোরে আলোচিত আত্মহত্যা প্ররোচনা মামলা ধাঁমাচাপা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন সচিব অধ্যাপক ড. একেএম সামছু উদ্দিন
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • ❝ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় কমিউনিটি পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান উদযাপন❞
  • ❝ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় কমিউনিটি পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান উদযাপন❞

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সাদেকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি,কিশোরগঞ্জ,নীলফামারী>>> নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাধীন রনচন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ড, সোনাকুড়ি গ্রামে শনিবার সকাল ১১টা পরিচালিত হয় কমিউনিটি পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ কর্মসূচি।উক্ত কর্মসূচি আয়োজন করেন সোনাকুড়ি গ্রামের শিশু ফোরাম, যুব ফোরাম,গ্রাম উন্নয়ন কমিটি ও স্থানীয় সহায়তাকারীগণ। কর্মসূচিতে এলাকার শিশু-কিশোর,যুব ও নারীদের উদ্যোগে তাদের গ্রামকে পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।এতে সবাই মিলে এলাকার চারপাশে থাকা ময়লা-আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে,সেই সাথে পলিথিন, প্লাস্টিক সংগ্রহ করে তার যথাযথ ব্যবস্থাপনার জন্য বস্তায় ভরে।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর কিশোরগঞ্জ এপির পক্ষ থেকে পরিচ্ছন্ন কর্মীদের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।এসময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির রনচন্ডী ইউনিয়নের দায়িত্বে থাকা প্রোগ্রাম অফিসার জনাব আনোয়ার হোসেন,গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি জনাব আশরাফুল ইসলাম,ওয়াশ প্রোগ্রামের ফিল্ড সহায়তাকারী সাদেকুল ইসলাম,ভিডিসির সহায়তাকারী শফিকুল ইসলাম এবং হেলথ্ কর্মী মোতমাইন্না,তমা,অঞ্জনা রানী,কাদবি রানী ও সাবিনা ইয়াসমিন।উক্ত কর্মসূচিতে প্রোগ্রাম অফিসার জনাব আনোয়ার হোসেন বলেন, ❝আমরা সোনাকুড়ি গ্রাম টাকে একটা সুন্দর, সবুজ ও স্বাস্থ্যসম্মত গ্রাম হিসেবে দেখতে চাই, এজন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কিশোরগঞ্জ এপির পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এছাড়াও আগামী বছরে এই গ্রাম টাকে একটা হেলদি ভিলেজ ঘোষণা করা জন্য ওয়ার্ল ভিশন অনেক গুলো পরিকল্পনা বাস্তবায়ন করবেন,সেই সাথে আপনারা নিজ উদ্যোগে গ্রামের পরিবেশ টাকে সুন্দর গড়ে তুলবেন।❞এছাড়াও তিনি জানান যে, সংগ্রহকৃত প্লাস্টিক ও পলিথিন ওয়ার্ল্ড ভিশন ক্রয় করবেন।ওয়ার্ল্ড ভিশনের এই সহযোগিতা ও অনুপ্রেরণা এলাকার বাসিকে অনুপ্রাণিত করে।তাদের গ্রামকে পরিচ্ছন্ন রাখার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণে তারা বদ্ধ পরিকর।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page