নিজস্ব প্রতিবেদক>>> জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোনো তথ্যগত ভুল থাকলে তা দ্রুত সংশোধনের জন্য নির্বাচন কমিশন (ইসি) নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। আগামী ২ জানুয়ারির আগে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।রোববার (৮ ডিসেম্বর) ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।যেসব নাগরিকের এনআইডিতে ভুল রয়েছে,তাদের এ সময়ের মধ্যেই সংশোধনের অনুরোধ জানানো হয়েছে।ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় প্রতিটি বছর ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশিত হয় এবং ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের আগে দাবি-আপত্তি নিষ্পত্তি করা হয়।জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন এই চূড়ান্ত তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী,১৮ বছর পূর্ণ হলেই একজন নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারেন এবং এনআইডির তথ্য সংশোধন করতে পারবেন বছরের যেকোনো সময়।তবে চলমান প্রক্রিয়ায় সময়মতো সংশোধনের সুযোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য