মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> দীর্ঘ ১৭বছর পর মোংলায় প্রকাশ্যে খোলা ময়দানে রাজনৈতিক জনসভা করেছেন বিএনপি।শুক্রবার (১৮অক্টোবর) বিকেলে মোংলা পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় শ্রমিক-কর্মচারী সংঘের মাঠে সাম্প্রদায়িক সম্প্রতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিশাল এই জনসভা অনুষ্ঠিত হয়।পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী এই জনসভার আয়োজন করেন।এ সময় বক্তব্য রাখেন,বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফার আলম, মোংলা পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী,উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার,বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন, জুলফিকার আলী গামা,মোঃ জসিম উদ্দিন,আঃ কাদের,আলতাফ চৌধুরী আলতু, রাজ্জাক হোসেন,শফিকুল ইসলাম শান্ত ও পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগম।বক্তৃতায় বিএনপির স্থানীয় নেতারা বলেন, গত ১৭বছর একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের অত্যাচারে প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারিনি। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এত বেশি ছাত্র-জনতা হত্যা করেছে,যা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি।শিশুদের কী অপরাধ ছিল?তারা শতাধিক শিশুকে হত্যা করেছে।নব্বই বছরের বৃদ্ধ রাস্তায় আসেননি,বৃদ্ধদের ঘরে ঢুকে হত্যা করেছে।পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম,নির্মমতা ও পৈশাচিকতা প্রদর্শন করেছে আওয়ামী লীগ।নেতারা আরও বলেন,বিগত ১৭বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারণে মোংলায় বিএনপি প্রকাশ্যে কোনো সভা-সমাবেশ করতে পারেনি।এ সময় গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে।ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে।এতে ১৭বছর পর মোংলা পৌর বিএনপি প্রকাশ্যে জনসভার আয়োজন করে।
মন্তব্য