বশির আহম্মেদ ডালিম কুমিল্লা থেকে>>> কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন এলখাল গ্ৰাম থেকে ১৬ বছর বয়সী এক যুবক নিখোঁজ হয়েছেন।পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্ৰামের এরশাদ মিয়ার ছেলে আল কাদির (ইয়ামিন) গত ১০ সেপ্টেম্বর দুপুরে নিজ বাড়ি থেকে বের হলে আর খোঁজে পাওয়া যায়নি।তাঁর মা জাসমিন আক্তার জানান,তাঁর ছেলে ঢাকায় একটি মাদ্রাসায় পাড়ানো করত,ছুটি নিয়ে গ্ৰামের বাড়িতে এসে নিখোঁজের দিন দুপুরে চুল কাটার কথা বলে বাড়ি থেকে বের হলে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। তার পড়নে ছিল লুঙ্গি ও কালো ডোরাকাটা টিশার্ট,গায়ের রং শ্যামলা এবং উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি।এই বিষয়ে বাঙ্গরা বাজার থানায় গত ২৪/০৯/২০২৪ ইং সাধারণ ডায়েরি (জিডি নং ১৪৪) করা হয়েছে ।নিখোঁজ যুবকের সন্ধান পেলে তার ভাইয়ের 01818-108134 ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য