মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
হায়রে কি যে গরম
নেই যে তোর শরম
তীব্রতা তোর ধরন
হারিয়ে যায় স্বরণ
চারিদিকে রোদ্দুর
গরম মাঝে ভরপুর
কোথাও নেই পবন
গেলে ভরবে মন।
যেথায় আছে ঠান্ডা
গেলে ভরবে মনটা।
যতই যাক সময়
বলে দাও আমায়
ঘুম নেই যে গরমে,
গাঁ শুধু ঝরছে ঘামে।
মন্তব্য