নিউজ ডেস্ক>>>> আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (৭৭) সাহেবের ইন্তেকালে গভীর শোক জ্ঞাপন এক বিবৃতি প্রদান করেছেন চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিবৃতিতে তিনি বলেন, আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া ছিলেন শান্ত ও অমায়িক স্বভাবের অধিকারী দূর দৃষ্টিসম্পন্ন খোদাভিরু একজন বিদগ্ধ আলেমেদ্বীন। সারাটি জীবন তিনি দ্বীনের খেদমতে সারাটি জীবন ত্যাগ করেছেন। প্রতিথযশা মুহাদ্দিস, মুফাসসির ও ফকিহ হিসেবে তাঁর পাণ্ডিত্যপূর্ণ, যৌক্তিকতায় ভরা পাঠদান ছিল শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রাণবন্ত। প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী প্রবীণ এ আলেমে দ্বীনের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে দেশব্যাপী কওমি অঙ্গনে শোকের ছায়া মেনে আসে। আজ শনিবার (৩ জুন) বাদ মাগরিব হাটহাজারী মাদ্রাসার মাঠে তাঁর বিশাল নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মন্তব্য