১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
নির্বাচনের আগে মৌলিক সংস্কারসহ তিন শর্ত পূরণের দাবি জামায়াত আমিরের টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস তাহিরপুরের গড়কাটিতে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট’না ট্রলি ড্রাইভারের প্রা’ণ’হা’নি উন্নয়ন-বঞ্চিত তিস্তা পাড়ের লালমনিরহাটে চীনের প্রস্তাবিত ১ হাজার শয্যার হাসপাতাল স্থাপন সময়ের দাবি রাবি সেন্ট্রাল অ্যালামনাইতে স্থায়ী সদস্য সাংবাদিক রাজু মোস্তাফিজ আওয়ামী ডেভিল ইউচুপ সাতকানিয়া থানা পুলিশের জালে আটক একক ভূমি ব্যবস্থাপনা সময়ের দাবি ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে সদস্য নিবে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা অপহরণের পর মুক্তিপণ না পেয়ে ভাগ্নেকে হত্যা করলো মামা গ্রেফতারের ১ সুন্দরবনের জেলে, বাওয়ালী ও মৌয়ালদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> কুমিল্লা >> চট্টগ্রাম >> দেশজুড়ে >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • হাজারো মানুষের অশ্রু সিক্ত মোনাজাত আর আমীন আমীন ধ্বনিতে সমাপ্তি হলো পবিত্র মেরাজুন্নবী (সঃ) মাহফিল
  • হাজারো মানুষের অশ্রু সিক্ত মোনাজাত আর আমীন আমীন ধ্বনিতে সমাপ্তি হলো পবিত্র মেরাজুন্নবী (সঃ) মাহফিল

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আল আমীন বিশেষ প্রতিনিধি,

    দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির কামনা, ও আল্লাহর রহমত আর মাগফেরাত আশায় মদিনা জামাতের হযরত পীর সাহেব হুজুরের অশ্রুসিক্ত ও হৃদয়বিদারক মুনাজাত আর হাজারো মানুষের আমীন আমীন ধ্বনিতে আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হলো পবিত্র মেরাজুন্নবী (সঃ) উপলক্ষে মদিনার জামাতের উদ্যোগে বাৎসরিক দোয়ার মাহফিল।মদিনার জামাতের কেন্দ্রীয় কার্যালয়,কামাল্লা, মুরাদনগর কুমিল্লায়, আজ মঙ্গলবার ১৩ ই ফেব্রুয়ারি সকালে বিদায়ী নসিহত ও দীর্ঘ মোনাজাতের মাধ্যমে বাৎসরিক এ মাহফীলের সমাপ্তি ঘোষণা করা হয়,
    মাহফিলে কামাল্লা কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ও , মদিনার জামাতের কেন্দ্রীয় মহাসচিব প্রিন্সিপাল পীরজাদা শাহ্,আ, ন, ম, সাইফুর রহমান খন্দকার ও পীরজাদা মাও,হেদায়েত উল্লাহ খন্দকারের পরিচালনায়
    মদিনার জামাতের কর্নধার কামাল্লার হযরত পীর সাহেব হুজুরের সভাপতিত্বে, হাজার হাজার, মুসল্লির উপস্থিতিতে মদিনার জামাত বাংলাদেশের আমীর, আমীরে শরীয়ত, পীরে কামেল শাহশুফী আলহাজ্ব হযরত মাওলানা মোঃ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব হুজুরের গুরুত্বপুর্ণ নসিহত তালিম দোয়া ও মোনাজাতের মাধ্যমে আজ সকালে সমাপ্তি হলো পবিত্র মেরাজুন্নবী (সঃ) উপলক্ষে বাৎসরিক জিকির, তালিম ও দোয়ার মাহফিল,
    মাহফিলে সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত,
    জিকির ও জিকির ও তালিম এবং বয়ান পেশ করেন , পীরজাদা মাওলানা সাইফুর রহমান খন্দকার, ও পীরজাদা মাওলানা হেদায়েত উল্লাহ্ খন্দকার, প্রফেসর ড.আহসান উল্লাহ, সাবেক ভাইস চ্যান্সেলর – ইসলামী আরবী বিশ্ব বিদ্যালয়।, বিশিষ্ট আলেমে দ্বীন,কদমতলী মদিনার জামাত শাহী দরবার শরীফের সাজ্জাদানশীন পীর আলহাজ্ব হযরত মাওঃ মোঃ মহসীন কবির ইউসুফী আলোচক দেশ টিভি ঢাকা,হজরত মাওঃ হাবিবুল্লাহ্ বেলালী খলিফা মদিনার জামাত কামাল্লা দরবার শরিফ মহাদেশ কাজী মোহাম্মদ শরিফ উল্লাহ্, মাওলানা মাহমুদুল হাসান জসিম সহ বহু পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল সহ মদিনার জামাতের হুজুরের খলিফা, মোবাল্লেগ সহ আরও অনেক শিক্ষক ও আলেম ওলামাবৃন্দ ধারাবাহিকভাবে আলোচনা পেশ করেন।বাংলাদেশ নূরে মদিনা ছাত্র কাফেলার তত্ত্বাবধানে, বক্তাগণ তাদের বক্তব্যে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির জন্য কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা এবং মদিনার জামাতের হাদিয়া তেলোয়াত, ও মদিনার জামাতের আদর্শ মেনে আল্লাহর রাজি ও সন্তুষ্টি অর্জন করার আহবান জানান,এ সময় উপস্থিত ছিলেন কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, জামেয়া হাবিবিয়া সুন্নিয়া দ্বিনিয়া মাদ্রাসা,দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা, আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার অসংখ্য ছাত্র-শিক্ষকসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লিরা,
    পরিশেষে আজ সকাল আটটায় হাজারো মানুষের চোখের পানি,আর কান্নায়, দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা ও মদিনার জামাতের আশেকিন ও সালেকিন সহ সকল কবরবাসির রুহের মাগফেরাত কামনায় করে হযরত পীর সাহেব হুজুরের বিশেষ এক দীর্ঘ অশ্রুসিক্ত মোনাজাত ও তাবারুক বিতরনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page