আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম>>> হযরত শাহজালাল (রাহ:) হজ্ব গ্রুপ ক্লাব ট্রাভেল সার্ভিস এর উদ্যোগে এক হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজ্বী সমাবেশ’২৩ চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন সোমবার সকাল ১০ টার সময় সেন্টার পয়েন্ট ট্রাভেলস্ লিঃ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে ও ক্লাব ট্রাভেল সার্ভিসের মোয়াল্লিম মুফতী শাহ্ ফাইজুল কাবির বদরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অথিতি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।
প্রধান আলোচক ছিলেন ,হযরত শাহ্ ছাহেব কেবলার খাদেম অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কাজী নাছির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাব ট্রাভেল সার্ভিসের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া। প্রশিক্ষক ছিলেন আঞ্জুমানে হামেদিয়া সাঈদিয়া কাজেমী কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম আস সাঈদী আল কাজেমী, ক্লাব ট্রাভেল সার্ভিসের প্রধান মোয়াল্লিম আলহাজ্ব মাওলানা কাজী শিহাব উদ্দিন। বিশেষ আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক মাওলানা মোহাম্মদ বদরুদ্দিন সাদী এম.ফিল।
বিশেষ অথিতি ছিলেন, আলীসাবা প্রোপার্টিজের চেয়ারম্যান মোহাম্মদ মুসা, কক্সবাজার ছুরুতিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইদ্রিছ, প্রাইম ইউনিভার্সিটি ঢাকার অধ্যাপক ড. ইউসুফ জিলানী রেফায়ী, মীযাবে রহমত হজ্ব কাফেলার চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ আশরাফুল ইসলাম, মধুবন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন। সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো:সেলিম। সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীন। দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা প্রফেসর ডাঃ আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ফয়েজ আহমদ লিটন, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু ছালেহ, আমিলাইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখঃ।
হাজী সমাবেশে উপস্থিত হাজী সাহেবানদের উদ্দেশ্যে প্রশিক্ষকবৃন্দ পবিত্র হজ্ব পালনে বিধি বিধান ও নিয়মকানুন গুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরে বলেন, পবিত্র হজ্ব হচ্ছে ইসলামের মৌলিক একটি ফরজ। সামর্থ্যবান প্রত্যেক নর নারীর জন্য হজ্বব্রত পালন জরুরী। হজ্ব পালনের বিভিন্ন নিয়মাবলি হাজ্বীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেন তারা।
হযরত শাহজালাল (রাঃ) হজ্ব ক্লাব গ্রুপ ট্র্যাভেলসের ব্যবস্থাপনার প্রশংসা করে বক্তাগন বলেন, শাহজালাল হজ্ব গ্রুপ ক্লাব ট্র্যাভেল প্রতিবছর সুন্দর ও নিখুঁত ব্যবস্থাপনায় সম্মানিত হাজী সাহেবানদের পবিত্র হজ্ব পালনে সহযোগীতা করে থাকেন, এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদও জানান। আজকের উপস্থিত হাজী সাহেবানদের কাঁছে দোয়া কামনা করে বক্তাগন বলেন, শুধুমাত্র পবিত্র মক্কা মদীনায় গিয়ে হজ্ব পালন করে হাজী সাহেব বলবে এমন নিয়ত ও আশা থাকলে হজ্বের হক আদায় হবেনা, সহীহ নিয়তে পবিত্র হজ্বের সকল আহকাম আরকান মেনে নিজেকে পরিশুদ্ধ করে হজ্ব পালনের মাধ্যমে জিবনের বাকী হায়াতকে পরকালীন কল্যান ও মুক্তি ও আল্লাহর সন্তুষ্ঠি অর্জনের লক্ষ্যে হারাম হালাল বিবেচনা করে জীবন অতিবাহিত করার অনুরোধ জানান।
উল্লেখ্যঃ শাহজালাল হজ্ব গ্রুপের হাজী সাহেবানরা আগামী ১৫ জুন রাত ৩ টার ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে পবিত্র নগরী মক্কা শরীফের উদ্দ্যেশ্যে রওনা দিবেন বলে জানা গেছে।
মন্তব্য