কবি — শাহাদাত হোসেন তালুকদার
গাহি সাম্যের গান রণতুর্য
অনির্বাণ,
লেখনির দাপুটে চুরমার
করিলে বাঁধা বৈষম্য ব্যবধান,
সাম্যের গানে ঐক্য জাগে মাতৃবঙ্গে
অগণিত কবির প্রাণ।
অনুশোচনার লজ্জায় চোখের
জলে আজ নজরুল গুণগান,
নাই কোন বাধা নহে কামি
ব্যবধান,
জাত বিজাতের চয়নে গানে
কবিত্বের প্রকাশ প্রাণ,
সর্বোৎকৃষ্ট তুমি অমর কবিতা
কাব্যের মহিয়ান।
উদ্ভট জামানায় প্রেমিক কবির
সমালোচনার খর্ড়্গে বাস,
যাপিত জীবনে দারিদ্র্যের কষাঘাত
অবহেলা তিরস্কার।
এই কালে আসি যত ভালোবাসি
তবু নজরুল আসিবে না আর,
ধর্মের বাণী শুদ্ধ ইসলাম নমি
নজরুলের কাব্য গান,
পুষ্পার্ঘ্য হাতে শ্রদ্ধাবনত চিত্তে
বিদ্রোহী নজরুল,
অমর তুমি বাংলার আকাশে
পূবের রবি উজ্জ্বল।
প্রেমের কবি সাম্যের কবি
বিদ্রোহের প্রবঞ্চনা,
অমূল্যের সে তুমি আজ চেতনা নির্ভর
কীর্তি মান সুসন্তান।
নরের রাজত্বে নারীর অবদান
সুরকাব্য লেখনীতে নিপীড়িত
ক্রন্দন,
বৈষম্য দূরীতে বিদ্রোহী কলমে
সাম্যের গাহিতে গান।
কারাকক্ষে বসিয়া তুফান লেখনী
নিরবিচ্ছিন্ন একাধারে,
তথায় সেসব রচনা আজ সমর ময়দানে
প্রতিধ্বনিত বাণী সরোবরে।
দূস্থ দুখীর পক্ষে লেখনীতে তোমার
বিদ্রোহের চেতনা,
চাহনিতে তোমার অমর কাব্য
প্রকৃতির বন্দনা,
বাংলা ভাষার কাব্য সাধনায়
হাজার নজরুল জাগে-
তুমি রবে নিরবে বাংলার কোলে
আগে পিছু অগ্রভাগে।
২৫/০৫/২০২৩ খৃষ্টাব্দ
মন্তব্য