১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
দূর্গাপুরে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা ফুলবাড়ীতে জমি থেকে জোরপূর্বক ধান নিয়ে যাওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাহিরপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বণাঢ্য র‍্যালি। রাজশাহীর দুর্গাপুরে বই পড়া কর্মসূচিতে পুরষ্কার পেলেন ১২ শিক্ষার্থী রাজীবপুরে চুরির অপরাধে আওয়ামী লীগ নেতা আজাদ খান গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়া উপজেলার ফসলি জমিতে চলছে অবৈধভাবে পুকুর খনন লোহাগড়ায় বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি: ফরিদপুরের নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা পুঠিয়ার বেলপুকুরে লোহাগড়ায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন
আন্তর্জাতিক:
দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী  সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস বাংলাদেশসহ যেসব দেশে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু প্রয়োজনীয় সব সংস্কারে প্রস্তুত আছি, সবার পরামর্শ চাই: ড. ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন  মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতি – বড়ো ধরনের যুদ্ধ এড়াতে বিশ্বনেতাদের উদ্যোগ জরুরি
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> এক্সক্লুসিভ >> জাতীয় >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • স্বেচ্ছায় মিয়ানমারে যেতে রাজি হওয়া রোহিঙ্গাদের ৪ পরিবারের খাবার সরবরাহ বন্ধ
  • স্বেচ্ছায় মিয়ানমারে যেতে রাজি হওয়া রোহিঙ্গাদের ৪ পরিবারের খাবার সরবরাহ বন্ধ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এম.শিবলী সাদেক (কক্সবাজার)>>>

    স্বেচ্ছায় মিয়ানমারে যেতে রাজি হয়েছেন এমন রোহিঙ্গাদের খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে দাতা সংস্থা ইউএনএইচসিআর। এতে খেয়ে না খেয়ে দিন পার করছেন মিয়ানমারে যেতে নোয়াখালীর ভাসানচর থেকে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে আসা ৪ পরিবারের নারী ও শিশুসহ অন্তত ২৩ জন (রোহিঙ্গা) মিয়ানমার নাগরিক। এমনকি সোমবার রাতেও তাদের খাবার দেওয়া হয়নি।বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, স্বেচ্ছায় মিয়ানমারে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে গত ২৪ মে নোয়াখালীর ভাসানচর থেকে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে এসে উঠেছেন চার রোহিঙ্গা পরিবারের ২৩ জন সদস্য। তারা এখন মিয়ানমারে চলে যাওয়ার অপেক্ষায় আছেন।ট্রানজিট আসা রোহিঙ্গারা হলেন- আমির হোসেন (৩০) তার স্ত্রী নাসিমা (২৪) এবং তাদের ছেলেমেয়ে রাবেয়া বসরী (১০) উমেন আরা (৭) রাকিবুল হাসান (২)। মোহম্মদ হাসান (৩৬) তার স্ত্রী তাইয়েবা (৩৩) ছেলে-মেয়ে ইয়ারি জান (১৬) ইয়াসমিন আক্তার (১৩) পারভিন আক্তার (৬) রবিউল আলম (১১) মোহাম্মদ ইউসুফ (০৩)। হোসান জোহার (৫৩) স্ত্রীর তছমিন আরা (৪০) মেয়ে রসিদা বেগম (১৬) সাহিনা আকতার (৬) ছেলে আকতার ফারুক (১২)। মোহম্মদ হাসান (৩৩) স্ত্রীর ফাতেমা খাতুন (২৫) তাদের মেয়ে সারা খাতুন (৬) রমিদা খাতুন (৩) ছেলে মোহাম্মদ ইউনুস (১০) এবং মোহাম্মদ ইউসুফ (৬)।মিয়ানমারে ফিরতে ইচ্ছুক রোহিঙ্গাদের দাতা সংস্থা ইউএনএইচসিআর কর্তৃক খাবার দেওয়া বন্ধ করা প্রসঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোববার থেকে হঠাৎ কোনো কারণ ছাড়াই মিয়ানমারে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের (রেশন) খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে ইউএনএইচসিআর। এতে করে আমরা চরম বেকায়দায় পড়েছি।তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারে যাক আর না যাক খাবার পাওয়া প্রত্যেকের অধিকার।রোহিঙ্গাদের খাবার সরবরাহের বিকল্প ব্যবস্থা বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, সোমবার সকালে ও দুপুরে আমাদের (সিআইসি) অফিস থেকে খাবার দেওয়া হয়েছে। কিন্তু রাতে কোথা থেকে রোহিঙ্গাদের খাবার দেব আমি জানি না।মিয়ানমারে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের খাবার দেওয়া বন্ধের বিষয়টি ইউএনএইচসিআরের পক্ষ থেকে নিশ্চিত করা হলেও এর বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত দেয়নি বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।এ বিষয়ে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও ইউএনএইচসিআরের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।এদিকে মিয়ানমারে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের মাঝে ইউএনএইচসিআর খাবার বন্ধ খবরে প্রত্যবাসনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এ নিয়ে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের রাজি করানোর দায়িত্ব থাকা সংশ্লিষ্টদের মাঝে।নাম প্রকাশ অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ইতোমধ্যে রোহিঙ্গারা খাবার বন্ধ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে রোহিঙ্গারা।রোহিঙ্গা নেতারা বলছেন, মিয়ানমারে যাওয়ার আগে যদি এমন পরিবেশর সৃষ্টি হয়। তাহলে সামনে প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের রাজি করাতে কষ্ট হবে। সাধারণ রোহিঙ্গাদের মাঝে খারাপ ধারণা তৈরি হবে।প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্ট থেকে বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের ৩২টি ক্যাম্পে ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে। তাদের রাখাইনে ফেরত নিতে প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও মিয়ানমার। চুক্তি স্বাক্ষর করলেও রোহিঙ্গাদের ফেরত নিতে অনাগ্রহ দেখাচ্ছে মিয়ানমার। রোহিঙ্গাদের স্বদেশে ফেরাতে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে একটি ত্রিপক্ষীয় কমিটি। এ কমিটি একাধিক সভা করলেও প্রত্যাবাসন শুরু হয়নি। তবে খুব দ্রুত রোহিঙ্গাদের প্রত্যবাসন শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page