মোঃদেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর
তারিখঃ ২৭এপ্রিল ২০২৪ খ্রিঃ
তুমি আমার জীবনে আসবে বলে
আমার হৃদয়ের স্বপ্নের রানী সেজে
অন্তরে দুজনার বাস্তবিক চিন্তাধারা
জাগবে যেদিন তোমার বিবেকবোধ।
ভালোবাসার প্রদীব বার্তা বহন করে
আমার হৃদয়ে ভালোবাসার টানে
বসবে আমার খুব কাছাকাছি
তোমার অপেক্ষায় পথ চেয়ে আছি।
দক্ষিণা বাতাসে মায়ার বাঁধনে
তোমায় দিব হৃদয় জুড়ে ভালবাসা
স্বপ্নভরা সুখের পাহাড় তুমি কি নিবে
আসবে কি আমার জীবনের সঙ্গী হতে।
জানো তুমিহীন আমার লেখার টেবিলে
আমি আজও সেখানে একাকী লিখছি
তোমাকে করবো বরন জীবন মরণে
বিনিময়ে আমায় দিও সময় বলো কথা।
আমাকে হৃদয় জুড়ে ভালোবাসা দিও
আমি তোমাকে মনভরে তৃপ্তিতে দেখিনি
তবে দুজন বসে অল্প সময়ের গল্প করেছি
তুমি অসাধারন স্বপ্নের রাজকন্যা মায়া।
তুমি আমার হবে জীবনের বিশ্বাস্ত সাথী
বলো ফেসবুকে একটু আমি জেনে রাখি
আমার ভালোবাসা শুধু তোমারী জন্য
দাও দেখা হবে কথা দুজন দুজনার।
তুমি আমার দৃশ্যময় সত্যের ভালোবাসা
আমাকে দিও মন দিয়ে সত্যের প্রেম
অপেক্ষায় আছি শুনবো মনের কথা
স্বপ্নের কথা পাবো কি তোমার দেখা।
মন্তব্য