গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মায়ের নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর টঙ্গীর ৪৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোপালপুর এলাকায় ওই ঘটনা ঘটে। হামলার পর তাৎক্ষণিক জায়েদা খাতুন ও তার সমর্থকরা টঙ্গী পূর্ব থানায় আশ্রয় নেন।জায়েদা খাতুনের নির্বাচনের প্রধান সমন্বয়ক ও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, আমার মা জায়েদা খাতুন টেবিল ঘড়ি মার্কার প্রচারণায় টঙ্গীর ৪৩ ও ৪৪ নং ওয়ার্ড এলাকায় যান। এ সময় মায়ের সঙ্গে আমিও ছিলাম। এমন সময় আজমত উল্লার ক্যাডাররা, তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমার ৭০ বছর বয়সী মায়ের ওপর হামলা করেছে। আমার মা এবং আমার ওপর প্রথমে ইট মেরেছে। আমার মাকে হত্যার নীল নকশা এঁকেছে।এতে গাড়ি বহরে থাকা তার মা ও তিনি যে গাড়িতে অবস্থান করছিলেন সেই ল্যান্ডক্রুজার প্রাডো গাড়িটিতে (ঢাকা মেট্রো-ঘ ১৭-০৪৭০) সামনে পিছনে হামলা চালিয়ে কাঁচের ব্যাপক ভাংচুর চালায়। এতে তাঁর মা জায়েদা খাতুন ও তিনি আহত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান।উল্লেখ করা যেতে পারে, স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে এ নিয়ে চারবার হামলার ঘটনা ঘটেছে।ভাঙচুর হওয়া গাড়ি নিয়ে জাহাঙ্গীর আলম সন্ধ্যা সাড়ে ৭ টায় তার মাকে নিয়ে টঙ্গী পূর্ব থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।রাত নটার পর জাহাঙ্গীর আলম তার মা জায়েদা খাতুনকে নিয়ে গাজীপুরের ছয়দানা হারিকেনের বাসভবনের উদ্দেশ্যে টঙ্গী পূর্ব থানা কম্পাউন্ড ত্যাগ করেন।
মন্তব্য