সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে ১ জন শিক্ষার্থী নিহত হয়েছে অপর আরেকজন গুরুতর আহত হয়েছে।রবিবার সন্ধ্যায় উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্কুল পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীরা মরা নদীর পাড়ে ফুটবল খেলার সময় হঠাৎ বজ্রঘাতে এ হতাহতের ঘটনাটি ঘটে।নিহত শিক্ষার্থীর নাম পলাশ মিয়া(১৩)। তিনি উপজেলার হরিপুর গ্রামের শাহাজুলের ছেলে,অপরদিকে গুরুতর আহত ছেলেটি হলেন একই উপজেলার শান্তিপুর গ্রামের সামছুল হকের ছেলে তুয়াসিন (১০)।স্থানীয় সূত্রে জানা যায়,একদল শিক্ষার্থী মিলে প্রতিদিনের ন্যায় মরা নদীর পাড়ে ফুটবল খেলায় মগ্ন ছিল,হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরুর পাশাপাশি বজ্রপাত শুরু হলে এই হতাহতের ঘটনাটি ঘটে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ধর্মপাশা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে জয়শ্রী ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক সঞ্জয় রায় চৌধুরী বলেন, ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয়েছে, আরেক জনের অবস্থা গুরুতর রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য