সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।গত ১৮ই সেপ্টেম্বর বুধবার কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন করেন।পূর্ণাঙ্গ এই কমিটিতে এডভোকেট মোমিনুল ইসলাম মুমিনকে সভাপতি,মকসুদ আহমেদকে সাধারণ সম্পাদক ও মাসরুর রাসেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।এ দিকে সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে কমিটিতে স্হান পেয়েছেন জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসিম।জৈন্তাপুর উপজেলা থেকে তিনিই জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে জৈন্তাপুরের হয়ে প্রতিনিধিত্ব করবেন।আবুল হাসিম জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত মুগ্রাহাটি মহল্লার মৃত আবদুল হামিদের ছেলে।পাঁচ ভাইয়ের মধ্যে আবুল হাসিম সবার ছোট। তার মেজভাই আব্দুল হাফিজ জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।জৈন্তিয়া ডিগ্রি কলেজ থেকে শিক্ষা জীবন শেষে ছাত্র অবস্থায় তিনি জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতির সাথে জড়ীত হন।ছাত্র রাজনীতির শুরু থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের তৃণমূল ছাত্রদের জাতীয়তাবাদী দলের রাজনীতিতে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।যার ফলে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের নিকট তার ছিলো গ্রহনযোগ্যতা।বিগত আওয়ামী সরকারের আমলে বেশ কয়েকটি রাজনৈতিক মামলায় একাধিকবার তাকে কারাবরণ করতে হয়েছে।তিনি অষ্টম জাতীয় সংসদের সাবেক সাংসদ প্রয়াত দিলদার হোসেন সেলিমের খুবই আস্হাভাজন এক ছাত্রনেতা ছিলেন।রাজনীতির পাশাপাশি গত ৫ই আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তামাবিল স্থলবন্দর দীর্ঘদিনের ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে সাধারণ ব্যবসায়ীদের পক্ষে জোরালো অবস্হান নেন তিনি।বর্তমানে ১৩ সদস্য বিশিষ্ট তামাবিল ব্যবসায়ী সমন্বয়কের মনোনীত সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।এদিকে সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে আবুল হাসিম নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলি চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার চেয়ারম্যান সহ যুবদল,সেচ্ছাসেবকদল,শ্রমিকদল ও ছাত্রদল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।এ দিকে গতকাল বৃহস্পতিবার জৈন্তাপুর পল্লী মঙ্গল যুবসংঘ কার্যালয়ে আবুল হাসিমকে সংবর্ধনা দেন জৈন্তাপুর উপজেলা যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দরা।সংবর্ধনা অনুষ্ঠানে ইউপি সদস্য হুমায়ুন কবির খানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হক ইয়াজুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম সুহেল।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দিলু,উপজেলা বিএনপি নেতা দুলাল আহমেদ,মাহমুদ আলি,যুবদল নেতা আবদুল জব্বার, আবুল হাসনাত,মুহিবুর রহমান,সেচ্ছাসেবকদল নেতা মাসুক আহমেদ,ইমরান মাহবুব চৌধুরী,ফারুখ আহমেদ,হেলাল মাদ্রাজি,ছাত্রদল নেতা ইমন আহমেদ ইমু,সাইফুল আলম,ফারহান,নওয়াজ শরীফ,হানিফ আহমেদ রবিন,রাসেল আহমেদ, রুবেল রাহি সহ অন্যান্যরা।
মন্তব্য