মোঃ বাছির আহমদ সিলেট জেলা প্রতিনিধ>>> সময়: সকাল ৯ ঘটিকা – দুপুর ২ ঘটিকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট -ফারজানা আক্তার লাবনী,সহকারী কমিশনার ( ভূমি) , জৈন্তাপুর।আজ শ্রীপুর,খড়মপুর এবং আদর্শগ্রাম এলাকায় শ্রীপুর বিজিবি টিম ও জৈন্তাপুর থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় আনুমানিক ৭০,০০০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।সংশ্লিষ্ট চেয়ারম্যান এর সাথে মোবাইলে কথা হয়েছে, চেয়ারম্যান অন্য একটা মিটিং এ থাকায় স্পটে আসতে পারেননি,তাই উপস্থিত গণ্যমান্য ব্যক্তির জিম্মায় দেওয়া হয়েছে।দ্রুত নিলাম এর জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।এছাড়া,দরবস্ত বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মূল্য তালিকা প্রদর্শন এর বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোট জব্দ- আনুমানিক ৭০,০০০ ঘনফুট পাথর।মোট মামলা- ২ মোট জরিমানা -৩০০০ টাকা।
মন্তব্য