আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ’র নিজস্ব অর্থায়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছেন।শুক্রবার (২০ অক্টোবর) ২০২৩ বিকাল ৩ টায় এওচিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ,চেয়ারম্যান আবু ছালেহ’র নিজস্ব অর্থায়নে এওচিয়ার হিন্দু পাড়ার অধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে দশমীর পুরস্কার হিসেবে নতুন শাড়ি বিতরণ করেন ৷সনাতন র্ধমাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা/২৩ইং উপলক্ষে এওচিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ আবু ছালেহ ,নিজস্ব অর্থায়নে মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ কালে উপস্থিত ছিলেন, এওচিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছসেবক লীগ ও তাঁতী লীগের নেতৃবৃন্দ এবং এওচিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।০৬ নং এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ গণমাধ্যমকে জানান সরকারি সহযোগিতার পাশাপাশি নিজস্ব অর্থায়নে অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবসেবা অনুসরণ করে এখন নিজস্ব অর্থায়নে অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে অভাবী মানুষগুলোর মুখে হাঁসি ফুটানোর চেষ্টা করলাম। জনগণের সেবায় ভবিষ্যতেও নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ৷
মন্তব্য