নিজস্ব প্রতিবেদক >>>
চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ মোজাম্মেল হক ভোলা সভাপতি ও মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আংশিক অনুমোদিত কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক ইউনিট কমিটি গঠন করে জেলা কমিটিকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।১৩ ফেব্রুয়ারী রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ মনিরুল হক ও সাধারণ সম্পাদক সুরেশ দাশের যৌথ স্বাক্ষরিত অনুমোদনে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ এমরান, মোহাম্মদ নাছির উদ্দিন, নোমান সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনছুর, দপ্তর সম্পাদক মোঃ খোরশেদ আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন রুবেল, আইন বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ, ধর্ম বিষয়ক মোহাম্মদ বাবর চৌধুরী, সমবায় ও কৃষি মোঃ আবুল বশর, মৎস্য ও প্রাণি সম্পদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, সাংস্কৃতিক শ্রী সুব্রথ নাথ, মোহাম্মদ মাহফুজুর রহমান চৌধুরী, মোঃ আবু ছালেহ, উপপ্রচা ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক খোকন দাশ, সদস্য মোঃ মনজুর আলম, মোঃ মুবিনুল হক ও আবদুল গফুর।
নতুন কমিটি অনুমোদন পাওয়ার পর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোজাম্মেল হক ভোলা গণমাধ্যমকে জানান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ রূপকল্পে,আমাদের আধুনিক রাষ্ট্রের যোগ্যতম দেশ গড়তে,বাংলাদেশ মৎস্যজীবী লীগ এবং আমাদের নতুন কমিটি অগ্রণী ভূমিকা রাখবে ৷প্রথম বারের মতো আংশিক এ কমিটি আগামী ৬ মাসের জন্য উপজেলায় সাংগঠনিক কার্যক্রম গতিশীলাতা বৃদ্ধির লক্ষ্যে অনুমোদন দেয়া হয়েছে।আমরা সর্বাত্মক চেষ্টা করব,দলীয় নির্দেশক্রমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে৷জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।
মন্তব্য