নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আসামী মোঃ ফারুক ওরফে ডাকাত ফারুক গ্রেফতার হয়েছে। (শুক্রবার) ১৩ ডিসেম্বর ভোর ৪টার সময় পুলিশ সাতকানিয়া থানাধীন জনার কেওচিয়া সাকিনের সামিয়ার পাড়া এলাকা হইতে বিশেষ টিম অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করতে সক্ষম হন । সাতকানিয়া থানার মামলা নং ১১- তারিখ ২০/০৮/২৪ এর এজাহার নামীয় ১২নং আসামী মোঃ ফারুক ওরফে ডাকাত ফারুক (২৭) পিতা মোঃ সোলায়মান, সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পূর্বে জানা যায় ডাকাত ফারুকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে খুবই খারাপ প্রকৃতির লোক। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে সাতকানিয়া থানার মামলা নং ২২ তারিখ ২৮/০৮/২৪ সহ আরো একাধিক মামলা রয়েছে বলে জানান এবং আসামি ফারুক কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য