নিউজ ডেস্ক >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ও এওচিয়া ইউনিয়নের কয়েকটি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স পরিচালিত অভিযানে ৮ টি মামলায় ৮ দোকানীকে ১৬ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার ২২ অক্টোবর দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এ অভিযানে নেতৃত্ব দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমীর জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স পরিচালিত এসি ল্যান্ড স্যারের নেতৃত্বে এওচিয়া ইউনিয়নের গোলারঘাট ও কাঞ্চনা ইউনিয়নের জোট পুকুরিয়া বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৬টি মুদি দোকান, ১টি ওষুধের ফার্মেসী ও ১টি মিষ্টির দোকানসহ ৮টি দোকানে অভিযান পরিচালনা করা হয়। ফয়সাল আমীর আরও বলেন, অভিযানে আটটি মামলায় ১৬হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, থানা পুলিশ, আনসার, ছাত্র প্রতিনিধি ও ভূমি অফিসের কর্মচারীরা সহায়তা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, দ্রব্যমূল্য ভোক্তাদের নিয়ন্ত্রণে রাখতে আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
মন্তব্য