নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়ায় এ ওচিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা এওচিয়া ইউনিয়ন চনখোলা এলাকায়,ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।বৃহস্পতিবার (২ মে ২০২৪)দুপুর ১২ ঘটিকার সময় সাতকানিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস,এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন৷দণ্ডিতরা হলেন-কিরণ সিকদার (৫৪)চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১ নম্বর ওয়ার্ড এলাকার মৃত হৃদয় রঞ্জন সিকদারের পুত্র,
আহামদ কবির (৫৫) সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকার-মফিজুর রহমানের পুত্র৷ সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, প্রতিদিন আমাদের অভিযানও চলমান আছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১২ টায় অভিযান পরিচালনা করে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) এসময় সরকারি বৈদ্যুতিক খুঁটির ও রাস্তার পাশে মাটি কাটার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।২ ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে ৷জনস্বার্থে সাতকানিয়া উপজেলায়,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে,সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে,সাতকানিয়া উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য