২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
শিবগঞ্জে মরা গরু জবাইয়ের সময় দুই কসাই আটক মোংলায় পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম কক্সবাজার সদর মডেল থানার অভিযানে  ৪ অস্ত্রসহ ২ যুবক আটক চট্টগ্রামে হেফাজত ইসলামের কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনের চট্টগ্রামে সামাজিক প্রতিষ্ঠান ভোরবেলা ফাউন্ডেশনের শুভ উদ্ভোদন চকরিয়া ও পেকুয়ার শহীদ পরিবারের সাথে জেলা প্রশাসকের সাক্ষাৎ হিমছড়ি জাতীয় উদ্যানে বনবিভাগের সহায়তায় উঠছে দালান-কোঠা, বিপর্যস্ত পরিবেশ জেলা প্রশাসক,বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ ১২ সরকারি কর্মকর্তাকে আইনী নোটিশ চট্টগ্রামে এডভোকেট আলিফ হত্যা মামলায় চিন্ময় ব্রহ্মচারীকে আসামি না করায় নাখোশ আইনজীবীরা: ক্ষোভে উত্তাল আদালত প্রাঙ্গণ ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম’র ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন: আহবায়ক আইয়ুব খান সদস্য সচিব এডভোকেট মুজাহিদ
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> অর্থনীতি >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে
  • সাতকানিয়ায় অভিনব কায়দায় স্বর্ণ চুরির অপরাধে গ্রেফতার ৩-চোরাই স্বর্ণ উদ্ধার
  • সাতকানিয়ায় অভিনব কায়দায় স্বর্ণ চুরির অপরাধে গ্রেফতার ৩-চোরাই স্বর্ণ উদ্ধার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    <img <img

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার মৌলভির দোকান এলাকায়,দাওয়াতি মেহমান সেজে অভিনব কায়দায় চুরি, স্বর্ণ উদ্ধার সহ আসামী গ্রেফতার করলো সাতকানিয়া থানা পুলিশ।৭(নভেম্বর ২০২৪) বিকাল অনুমান ৩.৪৫ টার দিকে উপজেলার ১১নং কালিয়াইশ ইউনিয়ন ০৭নং ওয়ার্ডের মৌলভীর দোকান ইকবাল কনভেনশন হল-১এর প্রবেশ গেইটের সামনে এই অভিযান পরিচালক করে সাতকানিয়া থানা পুলিশ।ভুক্তভোগী নুরুল এমরান সোহেল(৩৩)সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে-রসুলাবাদ, মিয়া ড্রাইভারের বাড়ী, ০৩নং ওয়ার্ড,এলাকার শফিউল আলমের পুত্র।গ্রেফতারকৃত কালা বানু (২৬)স্বামী-আব্দুর রাজ্জাক,জাহানু বেগম(৩৫), স্বামী-মোঃ আলম,কক্সবাজার রামু উপজেলার খুনিয়াপালং, স্কুল পাহাড়, ০৩নং ওয়ার্ড,এলাকার বাসিন্দা। ছেনোয়ারা বেগম(৩৫)একই জেলার উখিয়া কুতুপালং ক্যাম্প ১৮,লাইন এলাকায় বাস করে।পুলিশ সূত্রে জানা যায় সাতকানিয়া থানাধীন ১১নং কালিয়াইশ ইউপির ০৭নং ওয়ার্ডের অর্ন্তগত মৌলভীর দোকান নামক স্থানে ইকবাল কনভেনশন হল-১এর প্রবেশ গেইটের সামনে বাদীর ছোট বোনের বিবাহ উপলক্ষে ক্রয়কৃত একটি ০১টি ২২ ক্যারেটের স্বর্ণের,নেকলেস, ওজন ১ ভরি ৬ আনা ১ রতি ৬ পয়েন্ট, (মূল্য ১,৮২,০০০/- টাকা) কে বা কাহারা চুরি করে নিয়ে যায়।উক্ত সংবাদের ভিত্তিতে, সাতকানিয়া থানা,টিম তদন্ত কাজ শুরু করে।সাতকানিয়া থানাধীন মৌলভীর দোকান নামক স্থানে ইকবাল কনভেনশন হল-১ এর প্রবেশ গেইটের সামনে ০৩ জন মহিলাকে ০২টি ছোট সন্তানসহ সন্দেহ জনক ভাবে ঘুরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ০৩ জন মহিলাকে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাদীর চুরি হয়ে যাওয়ার স্বর্ণের বিষয়ে স্বীকার করে আসামী কালা বানুবতাহার কোমর হতে বর্ণিত চুরি হয়ে যাওযা ০১টি ২২ ক্যারেটের স্বর্ণের নেকলেস, ওজন ১ ভরি ৬ আনা,নিজ হাতে বাহির করে দেয়,যার বাজার (মূল্য এক লক্ষ বিরাশি হাজার টাকা,জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, উক্ত আসামীরা বিভিন্ন কমিউনিটি সেন্টার হাসপাতালেসহ বিভিন্ন জনসমাগম স্থানে ছোট ছোট সন্তানসহ মেহমান/রুগি হিসেবে ছদ্দবেশ ধারনকরে ভূক্তভোগীদের নিকটে থাকা স্বর্ণ, নগদ টাকা, মোবাইল ইত্যাদি সহ মূল্যবান জিনিসপত্র কৌষলে চুরি করে কক্সবাজার রামু এলাকায় পুনরায় চলে যায় মর্মে স্বীকার করে। উক্ত আসামীদের বিরুদ্ধে সাতকানিয়া থানার মামলার রুজু হয়েছে।সাতকানিয়া থানার অফিসার্স ইনচার্জ মোস্তফা কামাল বলেন,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে,আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page