কলমেঃ সাদেকুল ইসলাম
রনচন্ডী-৫৩২০, কিশোরগঞ্জ,নীলফামারী।
দশ মাস দশ দিন গর্ভে ধরে
বাচ্চা প্রসব করেন মা
সহ্য করেন কত পিড়া-যন্ত্রনা
যা সওয়ার মতো না।
পেটের মধ্যে লাত্থি-ঘুতোর
অসহনীয় বেদনা
সন্তানের মুখ দেখবে বলে
সহ্য করেন মা।
অবশেষে যখন দুনিয়ার মাঝে
চলে আসে ছোট্ট সোনা
মায়ের মুখে হাসির ঝলক
কোনো কিছুতেই থামেনা।
সঠিক ভাবে প্রসব,অপারেশন
না করার ফলে
চাঁদের মতো সুন্দর শিশুরা
না ফেরার দেশে যায় চলে।
কেউ কেউ বাঁচে মাত্র কয়েকদিন,
হাসপাতালে যুদ্ধ করে,
মায়ের বুক খালি করে শেষে
অকালে যায় মরে।
যার চলে চায় সেই বুঝে হায়
সন্তান হারার কি যন্ত্রনা!
এমন করে কোনো মায়ের বুক
আর যেন খালি হয় না।
মন্তব্য