মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি>>>
টাঙ্গাইলের সখিপুর উপজেলার এক মুদি দোকানদারকে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২নভেম্বর) দুপুরে সখিপুর বাজারের ফলপট্টি এলাকায় অভিযান চালিয়ে তানজিল স্টোরের সত্ত্বাধিকারী মুূদি ব্যবসায়ী প্রতিমা বংকী এলাকার মো.বছির উদ্দীনের ছেলে আবুবকরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।পরে বনিক সমিতির সভাপতির সহায়তায় বাজারের ব্যবসায়ীদের একত্র করে নিষিদ্ধ পলিথিন না রাখা, বিকল্প উপায়ে পণ্য বিক্রি এবং দোকানে দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা জুলিয়ে রাখার পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার।এবিষয়ে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এ প্রতিনিধিকে জানান,নিয়মিত বাজার মনিটরিংসহ এইরকম অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য