মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের সাপিয়া চালা সাবদ প্রগতি সমাজ কল্যাণ সংঘ আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।বুধবার (১৯ ফেব্রুয়ারি)উপজেলার কাকড়াজান সাবদ সংঘ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিকেলে দুটি দলের ফাইনাল ফুটবল ম্যাচ উদ্বোধন করেন সখিপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ রুহুল আমিন মুকুল। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত মাস্টার,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান ,সমাজসেবা কর্মকর্তা মোঃ মনসুর আহমেদ,প্রকল্প কর্মকর্তা ওয়াসিম হোসেন,একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, লাবিব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির, বহেড়াতৈল ইউনিয়ন চেয়ারম্যান ওয়াদুদ হোসেন প্রমূখ। খেলাটির পৃষ্ঠপোষকতায় ছিলেন সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু।উল্লেখ্য: এ ফুটবল ফাইনালে সানবান্ধা স্পোটিং একাদশ বনাম ধনবাড়ি ফুটবল একাদশ অংশ নেয়।পরে সানবান্দা একাদশ ৩-০গোলে ধনবাড়ি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মন্তব্য