মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়া গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে ২৪ অক্টোবর (মঙ্গলবার) রাতে বাৎসরিক ওরশ মাহফিলে বাউল গানের আয়োজন করা হয়। এ বাউল গানের আড়ালে প্রকাশ্যেই জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা চলতে থাকে। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) জানতে পেয়ে তাৎক্ষণিক সখিপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে ঘনটনাটি নিজে দেখতে পেয়ে তাৎক্ষনিক ৪ জন জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করেন। পরে বাউল গানের আসরে উপস্থিত দর্শক ও আয়োজকদের উদ্দেশ্য তিনি সংক্ষিপ্ত এক বক্তব্য রাখেন। বক্তব্যে ওসি শেখ শাহিনুর রহমান বলেন,”আমি আপনাদের সখিপুর থানায় নতুন এসেছি,এসেই এই মেসেজটি দিয়েছি যে,আমার দায়িত্ব থাকাকালীন সময়ে সখিপুরে কোনো প্রকার মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপ মেনে নেয়া হবেনা। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় এভাবে একটি বাউল গানের আড়ালে প্রকাশ্য জুয়া বসিয়ে চরম অন্যায় করা হয়েছে,যা মেনে নেয়া সম্ভব নয়। আজকের পর থেকে সখিপুর থানা অঞ্চলে এমন ধৃষ্টতা কেউ দেখানোর চেষ্টা করবেন না, কেউ দেখালে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হবো। মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে যারাই জড়িত তাদের কাউকে কোনো রকম ছাড় দেয়া হবেনা। সে যত প্রভাবশালীই হোক,মনে রাখবেন আইনের হাতের চেয়ে অপরাধীর হাত লম্বা নয়”। গ্রেফতারকৃত জুয়ারি (১) এরশাদ আলী পিতা- সুমেস উদ্দিন (২) শহিদুল ইসলাম পিতা- সাকিমুদ্দিন (৩) সবুজ মিয়া পিতা- এবাদুল্লাহ (৪) রাসেল শেখ পিতা- হযরত আলী, সর্ব সাং কচুয়া পূর্ব পাড়া সখিপুর টাঙ্গাইল। সখিপুর থানার মামলা নং ৫৬,৫৭,৫/৫৯ তারিখ:২৫/১০/২৩ইং এর মূলে আজ সকালে আসামিদের টাঙ্গাইলে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন সখিপুর থানা পুলিশ।
ওসি শেখ শাহিনুর রহমানের এমন উদ্যোগে ইতিমধ্যেই সারা সখিপুরে আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এখন ওসির সেই বক্তব্যের ভিডিও ভেসে বেড়াচ্ছে। সাধারণ জনগণের মুখে চায়ের টেবিলে অসি শেখ শাহীনুর রহমানের প্রশংসা চলছে।
মন্তব্য