মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি>>>টাঙ্গাইলের সখিপুর উপজেলার নবগঠিত বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা গ্রামের পশ্চিম দিকে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছে।স্থানীয় লোকজন ও পুলিশসূত্রে ঘটনার বিবরণে জানা যায়,রবিবার(২৫ফেব্রুয়ারি)দিবাগত রাত আনুমানিক ১০.৩০মিনিটের দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।নিহত মো.আব্দুস সামাদ(৫৫)দাড়িপাকা গ্রামের মৃত ছলিম উদ্দিন (ছলু)মাতব্বরের ছেলে।প্রতিবেশী ও নিহতের ভাগনে জামাল উদ্দিনের তথ্যমতে, মামাকে বাড়ির একটি রান্না ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে।পরে নিহতের মেয়ের জামাই সখিপুর থানা পুলিশকে খবর দিলে দ্রুত এসে লাশ উদ্ধার করে। এসময় পুলিশ দেখে নিহতের ডান কানের পাশে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে রক্ত বের হয়েছে।স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা যায়,নিহতের ছেলে ওয়াহেদ হত্যাকান্ডের সময় বাড়িতেই অবস্থান করছিল।ঘটনার পর থেকে ওয়াহেদ পলাতক রয়েছে।স্থানীয়দের ধারণা হয়তো মাদকাসক্ত ছেলেই বাবাকে খুন করতে পারে।ইতিমধ্যে তাকে কয়েকবার সংশোধনের জন্য মাদক নিরাময়কেন্দ্রে পাঠানো হয়েছিল উল্লেখ্য.মাদকসক্ত ওয়াহেদ এর আগেও আপন চাচীকে হত্যার দায়ে কারাবাস করে ছাড়া পেয়েছে।বড়চওনা ইউনিয়নের চেয়ারম্যান আজাহরুল ইসলাম নিহত সামাদের মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
মন্তব্য