১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
পেকুয়ায় সমলয় পদ্ধতিতে ৫০ একর ধান চাষের শুভ উদ্বোধন তাহিরপুরে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক অনলাইন জুয়া খেলা নিয়ে বন্ধুকে খুন মার্কিন যুবকের সাথে কক্সবাজারের তরুণীর প্রেম অত:পর যা ঘটেছে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের দাফন সম্পন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করেছেন সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস সাতকানিয়ায় তারুণ্যের উৎসব কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত তানোরে আলোচিত আত্মহত্যা প্ররোচনা মামলা ধাঁমাচাপা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন সচিব অধ্যাপক ড. একেএম সামছু উদ্দিন
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে – এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ
  • সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে – এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জেলা প্রতিনিধি:নড়াইল>>>নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি’র) কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার আমাদা আদর্শ কলেজ মিলনায়তনে লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির উদ্যোগে লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির সভাপতি মো. জহির আহম্মদ ফকিরের সভাপতিত্বে ও এনপিপির লোহাগড়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা এনপিপির সভাপতি মোঃ শরীফ মনির হোসেন,স্বাগত বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ বেলাল হোসেন, এনপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি মোঃ হাফিজুর রহমান, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আল ফয়সাল খান, প্রভাষক রূপক মুখার্জি, সামাজিক ব্যক্তিত্ব মোঃ কাশেম খান, এনপিপি নেতা মোঃ ফিরোজ মোল্যা, কাজী জিয়াউর রহমান লোটাস প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে ড. ফরহাদ বলেন, দেশের মানুষ ভাল নাই দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্ব গতিতে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে।দেশের আইন শৃঙ্খলা ভাল নাই।মানুষের ভোটের অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল।২০১৮ সালে নড়াইল -২ আসনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। ওই নির্বাচনে তিনি নিজের ভোট নিজে দিতে পারেননি বলে তিনি উল্লেখ করেন। মানুষ আজ ভোটাধিকার ফিরে পেতে চাই। নিজের ভোট নিজে দিতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে সময়ক্ষেপন করে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন। দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার সহসাই নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার উপহার দিবে এ প্রত্যাশা দেশের মানুষের। এবং নির্বাচিত সরকার এসেই দেশে গৃহীত হওয়া সংস্কার সমূহ বাস্তবায়ন করবেন। তিনি আরও বলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়া যাবে না। অবশেষে তিনি বলেন বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করবো। আমাকে বাদে অন্য কাউকেও মনোনয়ন দিলে আমি সবাইকে নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবো। এসময় অনুষ্ঠিতব্য আমাদা আদর্শ কলেজকে এমপিওভুক্ত করণে উপস্থিত সবাইকে আশ্বাস প্রদান করেন।।কর্মী সম্মেলন শেষে প্রধান অতিথি ড. ফরিদুজ্জামান ফরহাদ- মো: জহির আহম্মদ ফকিরকে সভাপতি, মো: জোবায়ের শেখকে সাধারণ সম্পাদক এবং শেখ জিন্নাতকে সাংগঠনিক সম্পাদক করে এনপিপির লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির কমিটি ঘোষণা করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page