রবিউল ইসলাম ক্রাইম রিপোর্টার বগুড়া>>> বগুড়ার শিবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা প্রবীণ সাংবাদিক বাবু রতন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুমোদন করা হয় এবং সিনিয়র সাংবাদিক খলিলুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে শিবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটিতে আব্দুর রউফ রুবেলকে সভাপতি (দৈনিক ভোরের দর্পন),রবিউল ইসলাম রবিকে সিনিয়র সহ-সভাপতি (দৈনিক জয়যুগান্তর),সহ-সভাপতি বজলুর রহমান (দৈনিক বগুড়া),সাজু মিয়া (এশিয়ান টিভি),নুরুল আমিন তালুকদার (দৈনিক করতোয়া),খালিদ হাসান (আজকের পত্রিকা),সোহেল আক্তার মিঠু (দৈনিক যায়যায় দিন),পবন রায় সাধারন সম্পাদক (দৈনিক ভোরের কাগজ) যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান (দৈনিক আজকের জনবানী), ফারুক হোসাইন (দৈনিক সংগ্রাম), কনক দেব (প্রতিদিনের সংবাদ), কামরুজ্জামান (মাই টিভি), জিএম মিজান (বাংলাদেশ জার্নাল), মিজানুর রহমান (দ্যা কান্ট্রি টুডে), মোহাম্মাদ আলী (দৈনিক আমার সংবাদ), সোহেল রানা মিন্টু (দৈনিক উত্তরের দর্পণ), সাহাব উদ্দিন শিবলী (দৈনিক আমার সুন্দর দেশ), দপ্তর সম্পাদক সোহাগ আলী (দৈনিক প্রত্যাশা প্রতিদিন), কোষাধ্যক্ষ জাবিউর আলম হিমু (দৈনিক উত্তর কোণ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান (দৈনিক খবর), তথ্য, গবেষনা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরনবী রহমান (দৈনিক ভোরের চেতনা), শিক্ষা বিষষক সম্পাদক শাজাহান আলী (বৈশাখী নিউজ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান (দৈনিক আমার সোনার দেশ), ক্রীড়া সম্পাদক শেখর চন্দ্র সরকার (দৈনিক সংবাদ), যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক খবরপত্র), পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান তৌহিদ (প্রতিদিনের কাগজ), সদস্য এমদাদুল হক (সাপ্তাহিক আলোকিত পুন্ড্রনগর),বিজয় গুপ্ত(দৈনিক চাঁদনী বাজার), সাইদুর রহমান সাজু (দৈনিক সাতমাথা),ইমরানুল হক (দৈনিক মুক্ত সকাল),গোলজার রহমান (দৈনিক মুক্ত খবর),রাইসুল ইসলাম (দৈনিক জবাবদিহি), মিনহাজ আলী (দৈনিক মানবকণ্ঠ),ওয়াসীম আকন্দ (ঢাকা টাইসম্),জাহেদুল ইসলাম (দৈনিক নতুন দিন),মাসুদ রানা (দৈনিক জাতীয় অর্থনীতি), বাকী বিল্লাহ (দৈনিক মুক্তবার্তা),শফিউল আলম ডিউ (দৈনিক খোলা কাগজ),উৎপল কুমার মোহন্ত (দৈনিক আকাশ জমিন), জহুরুল ইসলাম সৈকত (দৈনিক প্রভাতের আলো) সহ ৪০ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষনা করা হয়।
মন্তব্য