রবিউল ইসলাম ক্রাইম রিপোর্টার বগুড়া>>> বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম চৌধুরী লিটনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।তার বিরুদ্ধে হত্যা ও নাশকতার তিনটি মামলা রয়েছে।গত বুধবার দুপুরে উপজেলার মোকামতলা বন্দর এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।শিবগঞ্জ থানার এসআই মো: আইনুল হক জানান,বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ককটেল বিস্ফোরণ মারপিট ও হত্যার অভিযোগে মোমিনুল ইসলাম চৌধুরী লিটনের বিরুদ্ধে তিনটি মামলা হয়।মোকামতলা বন্দর এলাকায় ঘোরাফিরা করার সময় তাকে গ্রেফতার করা হয়।শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন,লিটন চৌধুরিকে ৩ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে।
মন্তব্য