স্টাফ রিপোর্টার >>> বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘শেষবারের মতো সরকারকে বলছি- আপনারা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করুন। না হলে আগামীকাল থেকে নগরবাসীকে সাথে নিয়ে এ আন্দোলনকে আরো বেগবান করা হবে।বৃহস্পতিবার দুপুরে নগরভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। মূলত নেতাকর্মীদের খোঁজখবর নিতেই তিনি নগরভবনে প্রবেশ করে এ কথা বলেন তিনি।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্রুত শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। না হলে আগামীকাল থেকে আন্দোলন আরো বেগবান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে যাতে একটা সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তী সরকারকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে, আপনারা নিজেদেরকে সংশোধন করুন এবং আদালতের রায়কে মেনে নিন।এ সময় আগামীতে ৩০০ এমপিকে এই সরকার কীভাবে শপথ পড়াবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, আমার কথা একটাই, একজন মেয়রকে যারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয়; তাহলে আগামীতে ৩০০ এমপিকে শপথ গ্রহণে তারা কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা— সেটা নিয়ে জনগণের যথেষ্ট সন্দেহ রয়েছে।এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৯ মে) ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনে এ আদেশ দেন আদালত।
মন্তব্য