নিউজ ডেক্স >>> নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আকবর হোসেন নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।সোমবার ঈদের দিন বিকেলে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চীমপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন করা হয়েছে।স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লাহুড়িয়া পশ্চীমপাড়া গ্রামের মিল্টন জমাদ্দার পক্ষ ও নজরুল জমাদ্দার পক্ষের মধ্যে বিরোধ চলছে বেশ কিছুদিন যাবত। এ বিরোধকে কেন্দ্র করে চলমান উত্তেজনার এক পর্যায়ে ঈদের দিন সোমবার দুপুরের দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উপভয়পক্ষে অন্তত ১১জন আহত হয়। আহতদের মধ্যে গুরুত্বর আকবর হোসেনকে স্বজনরা উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে বিকেলে মারা যান। আহতদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, আধিপত্র বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য