নিউজ ডেস্ক >>> লিও ক্লাব অব এরিস্ট্রক্রেসি ক্যামম্ব্রিয়ান এর দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান জামালখানস্থ চিটাগং সিনিওর’স ক্লাবে গত সোমবার লিও নাজমুল হাসান এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লিও এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক।লিওদের ট্রেনিং সেশন নেন ক্লাবের প্রাক্তন সভাপতি ও রিজিওন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন রাজিব সিংহ, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন মোসলে উদ্দিন খান, মেম্বারশিপ চেয়ারম্যান লায়ন গোপাল কৃষ্ণ লালা, ক্লাব সভাপতি লায়ন রেবেকা নাসরিন, লায়ন এম সোহেল খান,লায়ন বাবুল কান্তি লালা, ক্লাব এডভাইজার লায়ন ডাঃ মেসবাহ উদ্দিন তুহিন। প্রথম পর্বে সভাপতির ছিলেন লিও ইমদাদুল হক সৌরভ। তিনি নবনিযুক্ত ক্লাব সভাপতি লিও নাজমুল হাসান কে দায়িত্ব হস্তান্তর করেন। উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ জিয়াউল কবির সোহেল,সাজ্জাদ ইভান, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও দিপ্ত দে,ডিস্ট্রিক্ট কোষাধ্যক্ষ লিও সিরাজুল করিম হিরু,ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পাবলিক স্পিকিং লিও সৌকত হোসেন, ক্লাব ডিরেক্টর লিও তাসফিয়া আক্তার,ক্লাব ভাইস প্রেসিডেন্ট লিও সিয়াম উল্লাহ,সেক্রেটারি লিও ইমরুল কায়েস,লিও সিরাত আমিরি,লিও ফাহাদ,লিও তৌকিরুল,লিও ইসমাত জেরিন,লিও তাসনিয়া,লিও নাজমা
মন্তব্য