এস এম,জহিরুল ইসলাম>>> বরিশাল জেলার মুলাদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান বাঘার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় ২য় জানাজা শেষে বুধবার নিজ বাড়ীতে দাফন করা হয়।তিনি মঙ্গলবার ঢাকার বসুন্ধরার বাসায় ইন্তেকাল করেন।ঐ দিন বাদ মাগরিব ঢাকায় ১ম জানাজা অনুষ্ঠিত হয়।মুলাদী পৌরসভার বাড়ীতে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন,মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু,মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ ছত্তার খান,গাছুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শুক্কুর আহমেদ খান, চরকালেখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন খান,বর্তমান চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ সরদার,মুলাদী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ দুলাল আহমেদ ঢালীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,সমাজের বিভিন্ন শ্রেনী প্রেশার মানুষ উপস্থিত ছিলেন।এ সময় মুলাদী উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।প্রকাশ থাকে যে,প্রয়াত মোঃ লুৎফর রহমান বাঘা পেশাগত জীবনে চরকালেখান নেছারিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন।ব্যক্তি জীবনে তিনি ছিলেন আজীবন একজন ক্রীড়ামোদী।তিনি ঢাকা ওয়াসার উপ- প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ সিদ্দিকী রাসেল বাঘার গর্বিত পিতা। তার মৃত্যুতে মুলাদীতে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য