রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা>>> রাঙ্গুনিয়ায় একটি পুকুরে দুর্বৃত্তের দেওয়া বিষে অধ-লক্ষ টাকা মাছ মরে ভেসে উঠল পুকুরে।পৌরসভার ১ নম্বর ওয়ার্ড়ের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশে একটি পুকুরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পুকুরে মাছকে খাবার দিতে গিয়ে দেখতে পাই শত,শত মরা মাছ পুকুরে ভেসে উঠল।পুকুরটিতে চাষ করা রুই,কাতল,মৃগেল,পাঙাশ, তেলাপিয়া,সরপুঁটিসহ দেশীয় বিভিন্ন প্রজাতির আনুমানিক ৬-৭ মণ মাছ মারা গেছে।যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা বেশি।কান্নাজড়িত কণ্ঠে মোহাম্মদ বক্কর বলেন_আসলে এখানে দুইটি পুকুর রয়েছে।আমাদের বন্ধুদের মাঝে ১৫ জন মিলে গতকয়েক বছর আগে পুকুর দুইটি বাৎসরিক বর্গা হিসাবে নিয়ে এখানে আমরা মাছ চাষ করি।আমরা কারো কোন ক্ষতি করি নাই_মাছ চাষ করে যা লাভ হতো সেই লাভের কিছু অংশ আমরা এলাকার মাদ্রাসা ও গরিব মেয়ের বিয়েতে দিয়ে থাকি।এখন আমাদের কী হবে।আমরা এ ঘটনার উপযুক্ত বিচার এলাকাবাসী ও আল্লাহ্ কাছে দিলাম।এ বিষয়ে রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দিবে বলে জানান মোহাম্মদ আলম মাষ্টার।
মন্তব্য