কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন করে উপজেলা প্রশাসন। রাজীবপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে একটি মিছিল বের করে রাজীবপুর উপজেলা শহরে প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জনাব তানভীর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকার,রাজীবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য