মুরাদুল ইসলাম মুরাদ রাজীবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি>>> কুড়িগ্রামের রাজিবপুর থানার স্লুইস গেট এলাকা থেকে তিন হাজার একশত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ।মঙ্গলবার (৩ ডিসেম্বর ) সকাল ৬ ঘটিকার সময় রাজিবপুর উপজেলার স্লুইসগেট নামক এলাকায় মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে।আটকৃতরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার চেংটাপাড়া গ্রামের বাসিন্দা নুরুল হকের ছেলে হানিফ মিয়া ও ইউনুস আলীর ছেলে রোকনুজ্জামান রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানা পুলিশের এর একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ হাজার ১০০ পিস ইয়াবা দুই মাদক সম্রাট সহ একটি বড় চালান আটক করে।রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন এস আই সহিজল,এস আই আল-হাসিব আরমান,এ এস আই শফিকুল ইসলাম,এএসআই রতনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান,৩হাজার ১০০ পিস ইয়াবাসহ স্লুইসগেট এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে মাদক নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা রজু করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য