মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান (রাজশাহী)>> গত ১১ সেপ্টেম্বর রোজ বুধবার দুপুর ১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২২ নং ওয়ার্ডে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৫ সন্তানের জন্ম হয়।এর আগে দূপুর ১২ টায় মেরিনাকে প্রসব ব্যাথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।এই সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২২ নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন।এরপর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একে একে ৫ ছেলে সন্তানের জন্ম দেন মেরিনা।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহিদার তত্ত্বাবধানে রয়েছেন ৫ শিশু সহ তাদের মা মেরিনা।মেরিনা আক্তারের বাসা নওগাঁর বদলগাছি শ্রীরামপুর এলাকায়।তার স্বামীর নাম আব্দুল মজিদ।তিনি মালয়েশিয়া প্রবাসী।এর আগেও মেরিনা আক্তার দুইটি কন্যা সন্তান জন্ম দেন।একজনের নাম সুরাইয়া ওপর জনের নাম সুমাইয়া।এরই মধ্যে মেরিনা ও আব্দুল মজিদ এর ঘরে নতুন করে আরো ৫ ছেলে সন্তান যুক্ত হলো।৫ ছেলে সন্তান পরিবারের নতুন সদস্য হওয়ায় খুশি তার পরিবার।৫ ছেলে সন্তান জন্ম হওয়ার খবর ছড়িয়ে পড়লে অন্য ওয়ার্ডের রোগীর স্বজনরা তাদের দেখতে ভিড় করেন।এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ জানান ৫ নবজাত শিশু ও তার মা মেরিনা আক্তার এখন পর্যন্ত সুস্থ আছে এবং তাদের পর্বেক্ষনে রাখা হয়েছে।
মন্তব্য