সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া এলাকা থেকে অপহৃত ১৪ বছরের এক নাবালিকা স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। একই সঙ্গে এ ঘটনার মূলহোতা সুমন বাবু কে নওগাঁ জেলার আত্রাই এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।র্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে র্যাব বিভিন্ন অপরাধ দমনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ সার্বিক অপরাধ দমনে র্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।র্যব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০১টা ১৫ মিনিটে নওগাঁ জেলার আত্রাই থানাধীন কুমরইল এলাকায় অভিযান চালায়। এ সময় অপহরণকারী সুমন বাবু, পিতা—মোঃ বেলাল হোসেন, মাতা—মোছাঃ মুনজুয়ারা বেগম, সাং—কুমরইল, থানা—নিয়ামতপুর, জেলা—নওগাঁ কে গ্রেফতার করা হয়। একই অভিযানে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।পুলিশ জানায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। আসামি সুমন দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করত এবং বিয়ের প্রলোভনসহ নানা কুপ্রস্তাব দিত।গত ১৪ মে ২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৮টা ৩০ মিনিটে ভিকটিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে তেরখাদিয়া স্টেডিয়ামের সামনে পৌঁছানোর পর আসামি সুমন তাকে জোরপূর্বক একটি অজ্ঞাত মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে রাজপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।মামলা দায়েরের পরপরই র্যাব-৫ এর গোয়েন্দা দল ভিকটিমকে উদ্ধারে অভিযান শুরু করে এবং বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করে। অবশেষে ধারাবাহিক অভিযান শেষে র্যাব সদস্যরা মূলহোতা সুমনকে গ্রেফতার ও ভিকটিমকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে রাজপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৫ কর্তৃপক্ষ।











মন্তব্য