স্টাফ রিপোর্টার,রাজশাহী>>> রাজশাহীতে শুরু হয়েছে অগ্রিম শীত এই শীতকে উপেক্ষা করে রাজশাহীতে ৪টি থানায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।মঙ্গলবার সকাল ১১টার সময় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এই মহতি কাজের আয়োজন করা হয়।এ সময় প্রধান অতিথি উপস্থিতে কম্বল বিতরণ করেন ১৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ আব্দুল মজিদ,পিএএমএস।এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সুজন রানা, রাজশাহী জেলার সার্কেল অ্যাডজুটেন্ট মোসাঃ আশরাফুন্নেসা খাতুন,থানা আনসার ভিডিপি প্রশিক্ষিকা বৃন্দ ও আনসার ও ভিডিপির সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।কম্বল বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আনসার ও ভিডিপি তৃণমূল পর্যায়ে বিস্তৃত বিশাল জনগোষ্ঠীর একটি বাহিনী,তাদের মধ্যে ভিডিপি সদস্যরা হচ্ছে সবচেয়ে বৃহৎ একটি অংশ এবং তারাই বাহিনীর মূল শক্তি।এসব সদস্যদের মধ্যে যারা অস্বচ্ছল আনসার ভিডিপি সদস্য রয়েছে তাদেরকে মহা-পরিচালকের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।এভাবেই পর্যায়ক্রমে অন্য সদস্যদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হবে,পাশাপাশি অন্যান্য উপজেলায় কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য