মোঃ আঃ লতিফ মিয় সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> এদেশের মানুষ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন করে আবারও গণতন্ত্র মুক্তির নতুন দ্বার উন্মোচন করেছে। সখিপুর সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এড আহমেদ আযম খান।বুধবার(২৬ ফেব্রুয়ারি)টাঙ্গাইলের সখিপুর উপজেলায় সকাল ১১টায় সখিপুর সরকারি কলেজে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।এ-সময় কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান,প্রধান অতিথির বক্তৃতায় নবীন ছাত্রদের উদ্দেশ্যে বলেন,মানুষ হতে হলে নিজেকে পাল্টাতে হবে। দেশের মেধাবীরাই বড় রাজনীতিবিদ। তিনি অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার আহবান জানান। ছেলে-মেয়েরা যেন নেশা ও উশৃংখল পরিবেশ বেছে না নেয়। স্বৈরাচার এরশাদ দেশের গণতন্ত্রকে নির্বাসনে দিয়ে ছিলেন। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তা পূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন। তারই সুযোগ্য সন্তান গণতন্ত্রের মহানায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড.হেলাল উদ্দিন আহমেদ,উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন,বীর মুক্তিযোদ্ধা আ:বাছেদ মাষ্টার,বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেনে, মীর আবুল হাশেম আজাদ,ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সখিপুর বাসাইলের বিএনপির, যুবদল, ছাত্রদল,সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য