মীর জাহেদ,রাঙ্গুনিয়া(চট্রগ্রাম) প্রতিনিধি ।।রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভুমিরখীল এলাকায় পুকুরে পড়ে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার ২৪ মে বিকাল থেকে তারা নিখোঁজ ছিল বলে জানিয়েছেন তাদের পরিবার ও স্হানীয়রা।মৃতরা হলেন একই এলাকার মোহাম্মদ ইলিয়াছ এর ছেলে মোঃ আনাস (৭) ও ফোরকান এর ছেলে ইয়াসিন আরাফাত(৫)।
বিকাল থেকে নিখোঁজের পর উভয়ের পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় দীর্ঘ ৫ ঘন্টা খোঁজাখুঁজির পর তাদের কে একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পুকুর থেকে তুলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
এ ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য