মোঃ মামুন, রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি:>>>
পটুয়াখালীর রাংগাবালীতে শাহানাজ(বয়স ২২)নামের এক গৃহবধূর সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
উপজেলার জুগিরহাওলা মাতবার বাড়িতে গত ১৪ জুন(বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।সূত্র জানায়, গৃহবধূ শাহনাজ বসত ঘরের দরজা খুলে পাকের ঘরে প্রবেশ করতে না করতেই জাতি সাপে ছোবল মারে!
মোঃ আরিফ মাতবর এর স্ত্রী মোসাঃ শাহানাজ বেগম কে আকরে সাপ গ্রামের লোক জন এসে সাপ কে অনেক খোঁজাখুজি করলে কোথায় ও দেখা যায়নি সাপ সাপুরে এসে ও পাইনি সাপের সন্ধান! সাপ
আঘাত করে পালিয়ে যায় মিলেনি সাপের দেখা ব্যর্থ হলো সাপুরে সাপে আঘাত করার কিছু সময়ের মধ্যে বাড়ির উঠান ভর্তি এলাকার লোকজন ও মেয়ের বাবা এবং মা কান্নায় দিশেহারা আত্মীয় স্বজনরা মৃত্যু এই নারীর দুই কন্যা সন্তান বড় মেয়ের বয়স চার বছর এবং ছোট মেয়র বয়স সাত মাস রানিং ছোট মেয়ে দুদের তৃস্নায় শুধু শোনা জায় কান্নার আওয়াজ দিশেহারা মেয়ের বাবা এতিম দুই কন্যা সন্তান আরিফ মাতবর বলেন আমি বাহের চর ব্যাংকে ছিলাম আমার কাজে কিছু সময় জেতে না জেতে ফোন করে আমাকে এই ঘটনা জানায় আমি সাথে সাথে বাড়িতে এসে দেখি সাপের আগাতে বিশেষ যন্ত্রণায় ছটফট করে আমার স্ত্রী দেরি না করে ডাঃ এর কাছে নিয়ে যাই ডাঃ
দেখে মৃত্যু ঘোষণা করে এলাকার
লোকজন বলে ঘরের চার পাশে
বন জঙ্গল থাকার কারণে এই এই
ধরনের ঘটনা ঘটে এবং এই ঘটনা
শুনে যুব অধিকার পরিষদ এর নেতা
কর্মিরা ছুটে যায় আরিফ মাতবর
এর বাড়িতে আরিফ মাতবর যুগ্ম আহবায়ক রাঙ্গাবালী উপজেলা
যুব অধিকার পরিষদ এর এবং
উপজেলার দায়িত্ব শীল ১ শাহিন তালুকদার ২/ মামুনুর রহমান মামুন ৩/ রাসেল মাতবর ৪/ শাওন ফরাজি
৫/ ইলিয়াস সহ অরও সহযোদ্ধা রা
আরিফ মাতবর বলে আমার স্ত্রী জন্য এবং দুই মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কে
ধৈর্য ধরার তৌফিক দেন !এবং
আমার স্ত্রী কে আমার নিজ বাড়ি
দাফন করা হবে রাত ১০ ঘটিকায়
মন্তব্য