কলমে রিতুনুর >>>
চলতে চলতে একদিন জীবন থেমে যাবে,
আমি ঘর কোনে হয়ে যাব।
কেউ খুঁজলেও পাবে না আমায়,
তখন কাটবে জীবন ঘরে বসে,
পাল্টে যাবে মন।
নিজের কাছেই নিজে হব বোঝা,
কারো কাঁধে ভর করে
চলতে হবে হয়তো সোজা,
হবে রঙিন প্রচ্ছদের অবসান।
স্মৃতিরা দাপড়ে বেড়াবে
চোখের কোণে,
কত কি পড়বে মনে কত প্রেম কত বিষাদ।
ইচ্ছে হবে না উষ্ণ ছোঁয়া পেতে
থাকবো না বইয়ের পাতায় মেতে
যাবো না সবুজ ধানের ক্ষেতে।
এইতো আছি এলোমেলো চুলে,
কতো কি হয়েছে জীবনে ভুলে
অল্প বয়সের দোষ খুঁজি মূলে।
ঘড়ির কাটার মত হৃদয় করছে টিক টিক
কথাগুলো বলছি ঠিক ঠিক।
মন্তব্য