মোংলা বাগেরহাট প্রতিনিধি>>> মোংলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম।(৫ অক্টোবর) শনিবার বিকালে মোংলা উপজেলা বাবুরবাড়ি,গুনায়ব্রিজ ও দিগরাজ পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এবং মন্দির কমিটিদের সঙ্গে মতবিনিময় সভা এবং পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। আর পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান।এ সময় প্রতিটি পূজা মন্ডপে ফলের ডালা প্রদাণসহ নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতাও করেন তিনি।এ সময় অন্যান্যের মধ্যে মোংলা উপজেলার হুড়কা ৬ নং ইউনিয়নের এর বিএনপি’র সভাপতি রুহুল গোলদার , হুড়কা ইউনিয়নের ব্যাকট মারী মন্দিরের সভাপতি কুন্তুল মিস্ত্রি, হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান তপন কুমার গোলদার হিন্দু বৈদ্ধ ঐক্য পরিষদ সভাপতিসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য