মোংলা (বাগেরহাট)প্রতিনিধি>>> ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি’ প্রতিষ্ঠানকে বিশ্ব বিদ্যালয়ে রুপান্তরসহ ৬দফা দাবীতে মোংলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করেন হাসপাতালে কর্মরত স্টাফরা।দাবী আদায়ের এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মাহবুবুল আলম শাহীন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) দিদারুল আলম তালুকদার,ফার্মাসিস্ট শেখ ফরহাদুজ্জামান,সাজ্জাদ হোসাইন,মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) তানভীর ইসলাম ও রমানাথ সূত্রধরসহ অন্যান্যরা।এ কর্মসূচি পালনকালে আশাবাদ ব্যক্ত করে বক্তারা বলেন, বর্তমান বৈষম্যবিরোধী সরকার অবশ্যই তাদের এই যৌক্তিক দাবী বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবেন।অন্যথায় এ দাবী বাস্তবায়নে ভবিষ্যতে তারা আরো কঠোর কর্মসূচির ঘোষণার পাশাপাশি আন্দোলন সংগ্রাম পালনের হুঁশিয়ারি দেন।
মন্তব্য