মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> দুই লাখ টাকা চাঁদা না দিতে পারায় সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত জখম হয়েছেন পৌর শহরের বিএলএস রোডের আঁখি সিনেমা হল সংলগ্ন অটো ভ্যান গাড়ি তৈরির গ্যারেজের মালিক অহিদুল ইসলাম (৩৫)। অহিদুল এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গ্যারেজ মালিক অহিদুল ইসলামের কাছে বেশ কিছুদিন আগে থেকে ২লাখ টাকা চাঁদা দাবিসহ নানা ধরণের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন কতিপয় সন্ত্রাসীরা।তারা হলেন মোঃআরিফ (২৫), মোঃজাকির (৩৫), মোঃ শফিকুল (৩০), লাদেন (২৫), মোঃ খলিল (৫০)। তারা সবাই একই এলাকায় বাসিন্দা।অভিযোগের প্রেক্ষিতে জানা যায়,২ডিসেম্বর সন্ধ্যা ৭টার সময় ১০ থেকে ১২জনের সন্ত্রাসী দল অহিদুলের কাছে পূর্বের দাবীকৃত ২লাখ টাকা দাবি করেন।এ সময় দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে বিবস্ত্র করে লোহার রড দিয়ে মারপিট করে গুরুতর জখম করেন।পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে থাকলে হামলাকারীরা দ্রুত সটকে পড়েন।আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।স্থানীয়রা অভিযোগ করে বলেন, হামলাকারী এ চক্রটি নেশা ও চাঁদাবাজীর পাশাপাশি নানা অপকর্মে জড়িত।সব সময় তাদের আতংকে থাকেন এ এলাকার মানুষ।ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননা।এদিকে এ ঘটনায় চাঁদাবাজ ও হামলাকারী এ গংয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন,অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য